Wednesday, July 3, 2019

Current Electricity

Current Electricity
Assalamu Alaykum

Current Electricity

চল তড়িৎ (Current Electricity)


জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর


তড়িৎ প্রবাহ ও ইলেক্ট্রনের তাড়ন দ্রুতি
তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে?

সময়ের সাপেক্ষে কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে।


ইলেক্ট্রন কোন দিকে প্রবাহিত হয়?

নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেক্ট্রন প্রবাহিত হয়।


তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়।

উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়।

তড়িৎ প্রবাহের দিক ও ইলেক্ট্রন প্রবাহের দিক পরস্পর বিপরীত।

এস আই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি?

এস আই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার(A)।


এক অ্যাম্পিয়ার কাকে বলে?

কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের ম্ধ্যদিয়ে প্রতি সেকেন্ডে সুষমভাবে এক কুলম্ব চার্জ প্রবাহীত হলে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে এক অ্যাম্পিয়ার বলে।


তাড়ন দ্রুতি কাকে বলে?

তাড়িত বলের প্রভাবে পরিবাহীর মুক্ত ইলেক্ট্রন যে দ্রুব গড় দ্রুতি নিয়ে চলতে থাকে তাকে ইলেক্ট্রনের সঞ্চারণ বা তাড়ন দ্রুতি বলে।


প্রবাহ ঘনত্ব কাকে বলে?

কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তাকে ঐ প্রবাহের প্রবাহ ঘনত্ব বলে।


প্রবাহ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়?

প্রবাহ ঘনত্বকে j দ্বারা প্রকাশ করা হয়।




রোধের ওপর তাপমাত্রার প্রভাব
ও'মের সূত্রটি কি?/লিখ।

"তাপমাত্রা স্থীর থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যদিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দু'প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।"


পরিবাহীর রোধ কাকে বলে?

তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহীর দু'প্রান্তের বিভব পার্থক্য এবং এর মধ্যদিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত হচ্ছে ঐ পরিবাহীর রোধ।

কোনো পরিবাহী তড়িৎ প্রবাহে যে বাধা দেয় তাকে ঐ পরিবাহীর রোধ বলে।


রোধ কিসের ওপর নির্ভরশীল?

রোধ পরিবাহির তাপমাত্রার ওপর নির্ভরশীল।


পরিবাহীর রোধ কিসের ওপর নির্ভর করে?

পরিবাহীর রোধ নির্ভর করে তার তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর।

একই প্রস্থচ্ছে্দ ও উপাদানের দুটি পরিবাহীর মধ্যে যেটির দৈর্ঘ্য বেশি সেটির রোধও বেশি।

একই দৈর্ঘ্য ও উপাদানের দু'টি পরিবাহীর মধ্যে যেটির প্রস্থেচ্ছেদের ক্ষেত্রফল বেশি সেটির রোধ কম।

আপেক্ষিক রোধ কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এর রোধকে ঐ তাপমাত্রায় উক্ত পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে।



নিচে আপেক্ষিক রোধের একটি তালিকা দেওয়া হলোঃ


আপেক্ষিক রোধের তালিকা Creative
পদার্থ আপেক্ষিক রোধ ρ(Ω.m)
(0'C) 1.51X10-8
(0'C) 1.56X10-8
(0'C) 2.04X10-8
(0'C) 2.45X10-8
(0'C) 4.90X10-8
(0'C) 6.10X10-8
(0'C) 8.90X10-8
(0'C) 9.81X10-8
(0'C) 41.0X10-8
(0'C) 49.0X10-8
(20'C) 2.50X103
(20'C) 8.7X10-4
(20'C) 2.8X10-3
(20'C) 1010-1014
(20'C)͌ 1016
পরিবাহীতাঙ্ক কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর একক দৈর্ঘের পরিবাহিতাকে ঐ পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলে।




রোধের সমবায় ও তুল্যরোধ

Copyright © MD. RAZIB UDDIN

Creative-Learners ™


Hey! You can follow me on Social site:

No comments:

Post a Comment

Current Electricity

Current Electricity Assalamu Alaykum Current Electricity চল তড়িৎ ...