Tuesday, July 2, 2019

Statical Electricity

Statical Electricity
Assalamu Alaykum

Statical Electricity

স্থির তড়িৎ (Statical Electricity)


জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর


কুলম্বের সূত্র
তড়িতাহিতকরণ কাকে বলে?

দুটি ভিন্ন ধরনের বস্তু ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তুতেই এক প্রকার অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটে যার ফলে বস্তু অন্য বস্তুকে কম-বেশি আকর্ষণের ক্ষমতা অর্জন করে। এ ঘটনাকে তড়িতাহিতকরণ বলে।


চার্জ কি?

যার উপস্থিতিতে কোনো বস্তু অন্য বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে তাকে আধান বা চার্জ বলে।


তড়িতাহিত বস্তু বা চার্জিত বস্তু কাকে বলে?

ঘর্ষণের ফলে যেসব বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে তাকে তড়িতাহিত বস্তু বা চার্জিত বস্তু বলে।


চার্জ কোন কণিকা্র বিশেষ বৈশিষ্ট্য?

মৌলিক কণিকা ইলেক্ট্রন ও প্রোটনের বিশেষ বৈশিষ্ট্য হলো চার্জ।


চার্জ কয় প্রকার ও কি কি?

চার্জ ২ প্রকার। যথাঃ ধণাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ।


ঘর্ষণের ফলে কোনো বস্তুতে কি ধরনের চার্জ উৎপন্ন হবে তা কিসের ওপর নির্ভরশীল?

যে বস্তুদ্বয় ঘর্ষণ করা হয়েছে তাদের মাধ্যমের প্রকৃতির ওপর।


যেকোনো দুইটি বস্তু পরস্পরের সাথে ঘর্ষণের ফলে নিচের তালিকায় যেটির অবস্থান প্রথমে সেটিতে ধণাত্মক এবং পরেরটিতে ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে।
<
তালিকা ঘর্ষণের ফলে সৃষ্ট চার্জCREATIVE
১.ফার (fur)৭.রেশম (silk)১৩.রজন (resin)
২.পশম, ফানেল (wool, flannel)৮.তুলা (cotton)১৪.ধাতু (Ag, Ni, Cu etc)
৩.গালা (shellac or sealing wax)৯.কাঠ (wood)১৫.গন্ধক (Sulphur)
৪.কাচ (glass)১০.মানুষের দেহ (human body)১৬.ইবোনাইট (ebonite)
৫. অভ্র (mica)১১অ্যাম্বার (amber)১৭.ধাতু (Pt, Au)
৬.বিড়ালের চামড়া (cat skin)১২.ইন্ডিয়া রাবার (India rubber)১৮.সেলুলয়েড (celluloid)

আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কাদের ওপর নির্ভর করে?
  1. উভয় চার্জের ওপর, চার্জের পরিমাণ বেশি হলে ক্রিয়াশীল বলের মান বেশি হয়।
  2. চার্জদ্বয়ের মধ্যবর্তি দূরত্বের ওপর, চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বেশি হলে ক্রিয়াশীল বলের মান কম হয়।
  3. চার্জদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ওপর, মধ্যবর্তী মাধ্যম ভিন্ন হলে ক্রিয়াশীল বলের মান ভিন হয়।

চার্লস অগাস্টিন কুলম্ব প্রদ্ত্ব দুটি চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের সূত্রটি কি?

"নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।


এস আই পদ্ধতিতে চার্জের একক কি?

এস আই পদ্ধতিতে চার্জের একক কুলম্ব।


এক কুলম্ব কাকে বলে?

কোনো পরিবাহীর মধ্যদিয়ে এক অ্যাম্পিয়ার সুষম তড়িৎ প্রবাহ চলাকালে পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে।




Copyright © MD. RAZIB UDDIN

Creative-Learners ™


Hey! You can follow me on Social site:

No comments:

Post a Comment

Current Electricity

Current Electricity Assalamu Alaykum Current Electricity চল তড়িৎ ...